আমি কামরুল ইসলাম আরফিন

আমি ৮-১০ টা ছেলের মতোই অতি সাধারন একটা ছেলে। আমি একটা মুসলিম সাধারন পরিবারে জন্ম গ্রহন করি। আমার চাওয়া পাওয়া খুব অল্প। আমি সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসি। আর যখন মন খারাপ হয় তখন একা একটা ঘরে বসে ও মন বেশি খারাপ হলে বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে।
আমি অতি ছোট্ট একজন ক্রিকেটার। আমি ছোট্ট হলেও আমার লক্ষ অনেক বড়।আমি অল্প অল্প করে সামনে যেতে ভালো বাসি, কারণ লাফ দিয়ে কলা গাছে উঠতে চাইলে নিচে পরার ভয় থাকে। তাই আমি একটু একটু করে আগাতে চাই। জাতীয় দলে না পারলেও, অনেক বড় যায়গায় যাওয়ার স্বপ্ন বুনি প্রতি নিয়তো।আর আমার এই স্বপ্নের সাথে আছে আমার চেস্টা। অনেকে আমাকে বলে যে তুই এটা পারবি না কিন্তু আমি বিশ্বাস করি যে পারবো আর আমাকে পারতেই হবে। এমন একটা সময় গেছে যে সময়ে আমার গ্রামের মাঠ থেকে আমাকে বের করে দিয়েছিলো। আর আমি সেইদিন নিয়াত করেছিলাম, যে আজ আমাকে খেলায় রাখলিনা এমন একটা সময় আসবে যে আমাকে ফোন দিয়ে আনতে হবে, আর এটার জন্য আমাকে বেশি দিন থাকতে হলো না মাএ ১ বছরে আমার মনের নিয়াত পূরণ হলো। এখন আমাকে টাকা দিয়ে ক্রিকেট খেলায়। তবে ১ টা বছর আমাকে অনেক কস্ট করতে হয়েছে। 
তাই আমি মনে করি কস্ট করলে ফল পাওয়া যাবেই।

খেলাধুলার পাশাপাশি একটু একটু পড়াসোনা করি।