শ্রীলংকার কাছে প্রথম ওডিআই হেরে হতাশ বাংলাদেশ
315 রানের টার্গেটে বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে মাত্র 223 রান
বিশাল ব্যবধানে ব্যাটিং করতে এসে শুরুতেই হোঁচট খায় তামিম ইকবালের আউট
সেখান থেকেই মাত্র 39 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ
এর মধ্যে তামিম ইকবাল সৌম্য সরকার মিথুন এবং মাহমুদুল্লাহ ফেরেন ব্যক্তিগত জিরো 15 এবং 3 করে মুশফিকুর রহিম এবং সাব্বির রহমানের 111 জুটি দলকে জয়ের দিকে নিয়ে গেলেও ফাঁদে পড়েন সাব্বির রহমান একাই লড়তে থাকেন মুশফিকুর রহিম কিন্তু সব শেষ 223 রানে অলআউট হয় বাংলাদেশ
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম উইকেট তুলে নেন শফিউল ইসলাম
কিন্তু 101 রানের বড় সংগ্রহ এনে দেন কুশাল পেরেরা এবং ক্যাপ্টেন পরবর্তীতে কুশাল মেন্ডিস এবং 43 এবং 48 রানে ভর করে শেষ অব্দি 314 রান শ্রীলংকা যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ছিল এই দিন ছিলেন
0 Comments